ফুলবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গত ২৬ জুলাই ২০১৬ খ্রিঃ বিকাল ৩ টায়,ফুলবাড়িয়া উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান” এই স্লোগান নিয়ে তিন দিনব্যাপী “ফলদ ও বৃক্ষ মেলা-২০১৬” এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন,প্রধান অতিথি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এডভোকেট, জাতীয় সংসদ সদস্য, ১৫১ ময়মনসিংহ-৬।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাসরিন আক্তার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের খাদ্য চাহিদা মিটলেও পুষ্টির অভাব রয়েছে। ফলের চাষ না করলে আমাদের পুষ্টির অভাব পূরণ করা সম্ভব হবে না। তিনি কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট বলেন, দেশী ফল বাজার থেকে না কিনে গাছ লাগিয়ে উৎপাদিত ফল খেতে হবে। তিনি “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান,দেশী ফল বেশী খান” প্রতিপাদ্যের বিশ্লেষন করে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে বেশি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানিয়ে মেলার শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
“ফলদ ও বৃক্ষ মেলা-২০১৬” এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শারমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড়ভোকেট আজিজুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ; পৌরসভা মেয়র গোলাম কিবরিয়া; সহকারী কমিশনার (ভ’মি) ফৌজিয়া সিদ্দিকা; অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব; এডভোকেট ইমদাদুল হক সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর ছিদ্দিক এবং কৃষকলীগ সভাপতি উসমান গনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক আবদুল ওয়াদুদ আকন্দ দুদু, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ নুরজাহান আক্তারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।